Madan Mitra : নন্দীগ্রামে দলীয় নেতা, কর্মীদের ক্ষোভের মুখে মদন, কী সাফাই তৃণমূল বিধায়কের ?
এবার নন্দীগ্রামে দলীয় নেতা, কর্মীদের ক্ষোভের মুখে পড়লেন মদন মিত্র। মদনের সামনে ব্লক সভাপতির বিরুদ্ধে দলাদলির অভিযোগ এনে ক্ষোভ উগরে দেন তৃণমূল নেতা, কর্মীদের একাংশ। নন্দীগ্রামের নেতা, কর্মীরা আরও বেশি দলীয় কর্মসূচি চাইছেন, কোনও বিক্ষোভ হয়নি, সাফাই মদনের...