Manoranjan Byapari: ফেসবুক পোস্টে দলীয় নেত্রীকে তোপ মনোরঞ্জনের। ABP Ananda Live

TMC: তৃণমূলে (TMC) চলা নবীন-প্রবীণ দ্বন্দ্বের মধ্যেই হুগলির বলাগড়ে শুরু হয়ে গিয়েছে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী (Manoranjan Byapari) বনাম নেতৃত্বের একাংশের রাজনৈতিক সংঘর্ষ। রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই বুধবার রাতে মনোরঞ্জনের করা নতুন একটি ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক শুরু হয়েছে। এই ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আমি এখন কলকাতায় (Kolkata)। খবর পাওয়া গিয়েছে রুনা খাতুন না কি তাঁর দলবল পাঠিয়ে আমার বিধায়ক কার্যালয় ভাঙচুর করেছে। এ বার আমার পাল্টা দেওয়ার সময় এসেছে। আসছি আমি বলাগড়ে। এ বার খেলা জমে যাবে।” যদিও তাঁর এই পোস্টের পর রুনার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ABP Ananda Live 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola