Job Scam : পুকুরের জল ছেঁচে অবশেষে উদ্ধার বিধায়কের একটি ফোন ! কতটা অক্ষত রয়েছে তথ্য ?
দেড়দিন পার, নিয়োগ-দুর্নীতির তদন্তে বড়ঞার তৃণমূল বিধায়ককে চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। নিজের বাড়িতেই নজরবন্দি বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। জীবনকৃষ্ণর জোড়া মোবাইল ফোনের খোঁজে এখনও চলছে পুকুরে জল ছেঁচার কাজ। উদ্ধার একটি মোবাইল ফোন