Amdanga: এসব বাম আমলের সংস্কৃতি, বোমাবাজি নিয়ে মন্তব্য আমডাঙার তৃণমূল বিধায়কের | ABP Ananda LIVE
Continues below advertisement
ABP Ananda LIVE : আমডাঙায় তৃণমূল নেতা খুনের ঘটনায় ফের শাসকের বোমা-তত্ত্ব ! সাংসদ অর্জুন সিংহের পর এবার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান । 'বোমার দৌরাত্ম্য রুখতে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে'
মানুষ আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছে, তাই আর সাহস নেই, মন্তব্য তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের । এসব বাম আমলের সংস্কৃতি, বোমাবাজি নিয়ে মন্তব্য আমডাঙার তৃণমূল বিধায়কের । গতকাল বোমাবাজি নিয়ে সরব হন অর্জুন সিংহও । 'পুলিশের অজ্ঞতার জন্যই বোমার বাড়বাড়ন্ত' । 'একটা কনস্টেবলের কোনও যোগ্যতা নেই বোমার হদিশ পাওয়ার' । 'এখন খুব সস্তায় বোমা পাওয়া যায়, ৫০০ বা হাজার টাকায় বোমা মেলে'
আগে বোমার আমদানি বন্ধ করতে হবে, গতকাল মন্তব্য অর্জুনের
Continues below advertisement