Saokat Molla:প্রকাশ্যে হিসাব বুঝে নেওয়া 'হুমকি' তৃণমূল বিধায়ক সওকত মোল্লার, পাল্টা নৌশাদের।ABP Ananda LIVE
তৃণমূল-আইএসএফের দ্বন্দ্বের আবহে এবার প্রকাশ্যে হিসাব বুঝে নেওয়া হুমকি দিতে শোনা গেল ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক সওকত মোল্লাকে। সময় ঘনিয়ে এসেছে, বলে পাল্টা ক্য়ানিং পূর্বের তৃণমূল বিধায়ককে হুঁশিয়ারি দিয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি।