Saokat on Naushad : 'ক্ষমতা দখলের জন্য বোমা-বন্দুকের সংস্কৃতি আমদানি করতে চাইছেন নৌশদ সিদ্দিকি', আক্রমণ সওকতের
ভয়ের ভাঙড়ে ভোটের বলি আরও এক। কাঁঠালিয়ায় তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন। অভিযোগের তির আইএসএফের দিকে। নিহতের নাম শেখ মোসলেম।
নৌশদ সিদ্দিকির ইন্ধনেই তৃণমূলের নেতা-কর্মীদের উপর হামলা, প্রাণহানির ঘটনা ঘটছে। দায় নিতে হবে ভাঙড়ের আইএসএফ বিধাককে, দাবি সওকত মোল্লার।