Siddiqulla Choudhury : 'পুলিশ নাবালক নাকি?' থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি সিদ্দিকুল্লা চৌধুরীর। ABP Ananda Live
ফের পুলিশকে (Police) শাসকের শাসানি। মদন মিত্রর পর এবার পুলিশকে হুঁশিয়ারি মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর (Siddiqulla Choudhury)। পুলিশকে বুঝতে হবে কারা অফিশিয়াল দল। পুলিশ কী ভাবছে উনিও দল, ইনিও দল ? 'পুলিশ নাবালক নাকি? পুলিশকে সাবালক হতে হবে', থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে মেমারিতে মন্তব্য মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর।
স্থানীয় সূত্রে খবর, মেমারি ২ নম্বর ব্লকের তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি মহম্মদ ইসমাইলের সঙ্গে সিদ্দিকুল্লা চৌধুরীর বিবাদ চলছে। সম্প্রতি সেই দ্বন্দ্ব চরমে ওঠে। শনিবার দলীয় সভা থেকে প্রাক্তন ব্লক সভাপতি মন্ত্রীকে কটাক্ষ করেন। সূত্রের খবর, এই নিয়ে তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। তারপরই গতকাল মন্ত্রীকে পুলিশকে হুঁশিয়ারি দিতে শোনা যায়।
Tags :
Police Tmc ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews Siddiqullachoudhury