Soham attacks Dilip : অশিক্ষিত, দু'টাকার গুন্ডা, সোহমের নিশানায় দিলীপ
দিলীপ ঘোষকে দু’ টাকার গুন্ডা, অশিক্ষিত বলে কটাক্ষ তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর। দুর্গাপুরের মুচিপাড়ায় আজ দলের বিজয়া সম্মিলনীতে যোগ দেন চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক। সোহমের কটাক্ষ, দিলীপ ঘোষ বুকে-গলায় পা তুলে দেওয়ার কথা বলছেন। বাংলার মা-বোনরা যখন চড়-থাপ্পড় মারা শুরু করবে, তখন এখানে থাকাই দায় হবে। দিলীপ ঘোষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
শুক্রবার বেলদায় দিলীপ ঘোষকে ঘিরে চোর চোর স্লোগান দেয় তৃণমূল। পাল্টা বুকে পা তুলে দেওয়ার হুমকি দেন দিলীপ ঘোষ।
Tags :
Bangla News Bangla News Live MP Dilip Ghosh Bengali News TMC ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News MLA Soham Chakraborty