TMC News : 'পুলিশমন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত ছিল', সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় আক্রমণ সজলের
ABP Ananda Live : সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় কলকাতা পুলিশ DG এবং পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন বিজেপি নেতা সজল ঘোষ। 'পুলিশমন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত ছিল। পুলিশ বারবার ব্যর্থ হচ্ছে। অন্তর্দ্বন্দ্বের ফলে তৃণমূলের এক বিধায়ক এবং দুই কাউন্সিলর মারা গেছেন। কী পদক্ষেপ নিচ্ছেন তিনি ? এরপরেও সুশান্তবাবু বলবেন এর চেয়ে ভাল পুলিশ ব্যবস্থা আর হয়না। এসব বন্ধ হোক', মন্তব্য সজলের। পাল্টা কী বললেন ফিরহাদ?
উত্তর ২৪ পরগনার সোদপুর মোড়ের নামকরণ করতে হবে তিলোত্তমা মোড়। এই দাবিকে সামনে রেখে আগামী এক মাস ধরে এক লক্ষ সই সংগ্রহ করবে সিপিএমের ছাত্র সংগঠন SFI। আর এই সই সংগ্রহ অভিযানে প্রথম সইটি করলেন নিহত চিকিৎসকের মা এবং বাবা। রবিবার আর জি কর-কাণ্ডের ১০০ দিন পূর্ণ হচ্ছে। তার আগে এদিন নিহত চিকিৎসকের বাড়িতে যান SFI-এর উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্যরা। তাঁরা দীর্ঘক্ষণ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।