Sayantika Banerjee: 'শপথ নেওয়ার কথা দু'জন বিধায়কের, শুধু আমাকে কেন ডাকছেন রাজ্যপাল'? কী বললেন সায়ন্তিকা ?

Continues below advertisement

ABP Ananda LIVE: রাজ্য-রাজপাল সংঘাতে এবার নয়া মোড়। দুই বিধায়কের শপথগ্রহণ ঘিরে টানাপোড়েন অব্যাহত। সেই আবহেই এবার রাজ্যপাল সিভি আনন্দের অভিসন্ধি নিয়ে প্রশ্ন তুললেন বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা জানিয়েছেন, উপনির্বাচনে জিতে দু'জন বিধায়কের শপথ নেওয়ার কথা। অথচ রাজ্য়পাল শুধু তাঁকে আহ্বান জানিয়েছেন। একা তাঁকেই ডেকেছেন। (Sayantika Banerjee)

বিধানসভায় এসে যাতে রাজ্যপাল শপথবাক্য পাঠ করান, তার জন্য বুধবার বিধানসভার সিঁড়িতেই চার ঘণ্টা ধর্নায় বসেন সায়ন্তিকা এবং ভগবান গোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার। বৃহস্পতিবার বিধানসভা চত্বরে অম্বেডকর মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তাঁরা। তৃমমূলের অন্য বিধায়করাও রয়েছেন সেখানে। আর ওই অবস্থান বিক্ষোভ থেকেই রাজ্যপালের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন সায়ন্তিকা। (CV Ananda Bose)

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram