Tapas Roy:লোকসভা ভোটের আগে কি তৃণমূল ছাড়তে পারেন তাপস রায়? তুঙ্গে জল্পনা।ABP Ananda LIVE
লোকসভা ভোটের আগে কি তৃণমূল ছাড়তে পারেন তাপস রায়? এমনই জল্পনা ঘিরে হইচই পড়ে গেছে রাজ্য-রাজনীতিতে। এখনও পর্যন্ত এই বিষয়ে বরানগরের তৃণমূল বিধায়কের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্রের দাবি, গতকাল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব একাধিকবার ফোন করলেও, ধরেননি তাপস রায়!