Suvendu Adhikari: চ্য়াংদোলা-মন্তব্য় নিয়ে শুভেন্দু অধিকারীকে একযোগে নিশানা তৃণমূল বিধায়কদের |ABP Ananda LIVE

ABP Ananda LIVE: মুসলিম বিধায়কদের উদ্দেশে চ্য়াংদোলা-মন্তব্য় নিয়ে শুভেন্দু অধিকারীকে একযোগে নিশানা করলেন তৃণমূল বিধায়করা। 'ঠুসে দেওয়া'র হুমকি দিলেন হুমায়ুন কবীর। সিদ্দিকুল্লা চৌধুরী বললেন, ঠ্য়াং ভাঙার কথা। পাল্টা চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়ে বিরোধী দলনেতা বললেেন, সাহস থাকলে ছুঁয়ে দেখুক।

ডাক্তারির ছাত্রকে শোকজ, প্রতিবাদে উত্তরবঙ্গ মেডিক্যালে তুলকালাম

ডাক্তারির ছাত্রকে শোকজ, প্রতিবাদে উত্তরবঙ্গ মেডিক্যালে তুলকালাম । অনুমতি ছাড়াই সেমিনার হল খুলে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখার অভিযোগে। সানি মান্না নামে ডাক্তারির ছাত্রকে শোকজের প্রতিবাদে বিক্ষোভ। উত্তরবঙ্গ মেডিক্যালের ডিনকে ঘিরে ছাত্রছাত্রীদের একাংশেরব বিক্ষোভ। ডিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ তৃণমূলপন্থী ডাক্তারদের। কলেজের ভিতরে তৃণমূল ও বামপন্থী ছাত্রদের মধ্যে বচসা-উত্তেজনা। গত ৯ মার্চ ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ দেখছিল তৃণমূলপন্থী ডাক্তাররা। ক্লাসরুমের ভিতরে ম্যাচ দেখার আয়োজন করে তৃণমূলপন্থী ডাক্তাররা। গতকাল সানি মান্না নামে এক ইন্টার্নকে শোকজ করে ডিন । কোন তথ্যের ভিত্তিতে শোকজ করা হল সানি মান্নাকে? অভিযোগ তুলে ডিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ তৃণমূলপন্থী ডাক্তারদের। যদিও এই বিষয়ে মুখ খুলতে চায়নি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola