Kolkata News: BJP কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় CBI-এর চার্জশিটে TMC বিধায়ক-কাউন্সিলরদের নাম!
ABP Ananda LIVE: বিধানসভা ভোট পরবর্তী হিংসায় খুনের মামলায় সিবিআইয়ের চার্জশিটে তৃণমূলের বিধায়ক এবং কাউন্সিলরদের নাম! ২০২১ সালে কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল, তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দিল সিবিআই। ২০২১ সালের ২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিনই খুন হন কাঁকুড়গাছির বাসিন্দা, বিজেপির শ্রমিক সংগঠনের সক্রিয় সদস্য অভিজিৎ সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই। ভোট পরবর্তী হিংসার মামলায় তৃণমূল বিধায়ক পরেশ পালকে জিজ্ঞাসাবাদও করে কেন্দ্রীয় এজেন্সি। এবার এই খুনের মামলায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে তৃণমূল বিধায়ক পরেশ পাল, তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের বিরুদ্ধে অভিযোগ আনল সিবিআই। এপ্রসঙ্গে ফাঁসানোর চেষ্টার অভিযোগ তুলেছেন তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার। তৃণমূল বিধায়ক পরেশ পালকে ফোন করা হলে তিনি ফোন ধরে কেটে দেন।
আরও খবর...
সাউথ ক্য়ালকাটা ল' কলেজে গণধর্ষণের অভিযোগে এবার একের পর এক বিস্ফোরক তথ্য় সামনে আনলেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি এজেন্সির কর্ণধার। তাঁর দাবি, ভয়েই কাউকে কিছু জানাতে পারেননি ঘটনার রাতে নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষী ধৃত পিনাকী বন্দ্যোপাধ্যায়। সিকিউরিটি এজেন্সির অপারেশনাল ম্যানেজারের দাবি, ফোনে পিনাকী বন্দ্যোপাধ্য়ায় তাঁকে জানিয়েছিলেন, তাঁর ফোন নিয়ে নেওয়া হয়েছিল। আটকে রাখা হয় ইউনিয়ন রুমে। মনোজিৎ মিশ্রর মারধরের হাত থেকে রেহাই পাননি আরেক নিরাপত্তা রক্ষী সঞ্জীব শীলও। কলেজে নাকি চলত ম্যাঙ্গো দাদার 'হুকুম'। সংস্থার অপারেশনাল ম্য়ানেজার এদিন বলেন, গার্ডকে বলত মাথা টিপে দে, বডি ম্যাসাজ করে দে, গার্ডকে করতে হত, যেহেতু এটা মনোজিৎ দাদা বলছে। তাঁর আরও দাবি, অভিযোগ জানালেও কোনও ব্যবস্থা নেয়নি কলেজ কর্তৃপক্ষ