Abhishek Banerjee: যেদিন যেদিন আমার কর্মসূচি, সেই দিনই আমাকে ডেকে পাঠিয়েছে: অভিষেক | ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: 'তৃণমূলের সঙ্গে না পেরে বিজেপি এজেন্সিকে ব্যবহার করছে'। 'যেদিন যেদিন আমার কর্মসূচি, সেই দিনই আমাকে ডেকে পাঠিয়েছে'। 'ইডি ডেকেছিল বলে গতকালের সভা পিছিয়ে সেখানে গিয়েছিলাম'। 'প্রায় ৬ হাজার পাতার নথি ইডি দফতরে জমা দিয়েছি'। 'গরু পাচার, কয়লা কেলেঙ্কারিতে কিছু করতে না পেরে, নিয়োগ দুর্নীতি মামলায় ডাকছে'। 'শুধু আমাকে নয়, আমার মা-বাবা-স্ত্রী সবাইকে ডেকে পাঠাচ্ছে'। 'কিন্তু এভাবে ধমকে চমকে আমাকে দমিয়ে রাখা যাবে না'। প্রতিহিংসার রাজনীতির অভিযোগে ফের মোদি সরকারকে নিশানা অভিষেকের। '৬ বছরে প্রায় ৯ হাজার কিলোমিটার রাস্তা করেছি আমরা'। 'দেশের অন্য কোনও সাংসদ এত কাজ করতে পারেনি' 'তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে'। 'মাথা নত করলে মানুষের কাছে করব, বহিরাগতদের কাছে নয়'। 'ধর্মে ধর্মে বিভেদ, মানুষের টাকা আটকে রাখা জনপ্রতিনিধির কাজ নয়'। 'টাকা নিয়ে সেটিং করাও জনপ্রতিনিধির কাজ নয়, মানুষের পাশা থাকাটাই কাজ'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram