Abhishek Banerjee: পৈলানে সভা অভিষেকের! দিলেন বার্ধক্য ভাতাও। ABP Ananda Live

ডায়মন্ড হারবারের পৈলানে সভা সেখানকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। এদিন সভা থেকে নিজের সাংসদ এলাকার ৭৬১২০ জনকে বার্ধক্যভাতার (old age allowance) ব্যবস্থা করলেন তিনি। ১০ বছরে ডায়মন্ড হারবার (Diamond Harbour) সংসদ এলাকার উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন তিনি। এর আগে অনেক কাজ পৈলানের মাটি থেকে শুরু হয়েছে। তাই এই 'শুভ' কাজও পৈলানের এই মাঠেই করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তাঁর কটাক্ষ,  'শীতের দুপুরে কেউ কেউ সভা-সমিতিতে শুধু ভাষণ দেন, আমরা কাজের বাস্তবায়ন করি। এটাই ডায়মন্ড হারবার মডেল। আমি কথা দিলে কথা রাখি। আমি কাজ করে দেখাই, তারপর বলি কাজের হিসেব নিন। এটাই আমাদের সঙ্গে অন্য দলের পার্থক্য।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola