Dev: 'প্রশাসনের পক্ষ থেকে কোনও খামতি যেন না থাকে', মন্তব্য ঘাটালের সাংসদ দেব-র

ABP Ananda: এই পুরো ঘাটাল মাস্টার প্ল্যানটা সরকারের জন্য নয়, মানুষের জন্য। মানুষ যেন শান্তিতে থাকতে পারেন। আমরা জোর করে কারও জমি নিতে চাইছি না। চেষ্টা করছি মানুষের যাতে কষ্ট কম হয়, প্রশাসনের পক্ষ থেকে কোনও খামতি যেন না থাকে। 

 

পোস্টিং মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টেই,SAT-এর কাছে পাঠানো নিয়ে রাজ্যের আর্জি খারিজ

অনিকেত মাহাতো, আশফাকুল্লা নাইয়া, দেবাশিস হালদারের পোস্টিং মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টেই।মামলাগুলি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুন্যাল বা SAT-এর কাছে পাঠানো নিয়ে রাজ্যের আর্জি খারিজ। আর্জি খারিজ করলেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। 'এ ধরনের অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট আগেও নিজের অবস্থান জানিয়েছে'। 'রাজ্যকে এই ধরনের মামলায় আপত্তি জানানোর ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত'। মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর। রাজ্য এ নিয়ে সতর্ক থাকলে, আদালতের মূল্যবান সময় বাঁচবে, মন্তব্য বিচারপতির। পোস্টিং বিতর্কে রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৩ চিকিৎসক।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola