Kalyan Banerjee: 'দলের ভাবমূর্তি সৌগত রায়ের জন্যই নষ্ট হয়েছে', আক্রমণ কল্যাণের | ABP Ananda Live
ABP Ananda Live: 'বিজেপির থেকে কমিশন খেয়েছেন ব্যর্থ আইনজীবী কল্যাণ' বলেন সৌগত রায়। আর এরপরেই তৃণমূলের বর্ষীয়ান নেতাকে 'চোর' বলে সম্বোধন কল্যাণের। তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায়কে একহাত নিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলেছেন, 'দলের ভাবমূর্তি সৌগত রায়ের জন্যই নষ্ট হয়েছে।' এদিন TMC সংসদীয় দলে বেনজির সংঘাত, সৌগত রায়কে জোর নিশানা কল্যাণ বন্দ্য়োপাধ্যায়ের। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বারবার প্রকাশ্যে আসছে। দলের ভিতর কাদা ছোড়াছুড়িতে পড়েনি যবনিকা। বরং বিরোধীদের নিয়েও প্রশংসা ফিরছে। প্রেক্ষাপট আলাদা। তবে এবার নবীন প্রবীণ নয়, নাইবা আরজি কর ইস্যু, এবার এদিন পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'যাকে ইচ্ছে গরম দেখানো যায় না। এটা তৃণমূল কংগ্রেস। লড়াইটা আমি পার্লামেন্টের ভিতরে করি। অন্য কেউ করে না।'
এরপর সকলের দিকে তাঁকিয়ে বলেন, তোমরাই বলো না, গলার আওয়াজ কার শুনতে পাও ?' এখানেই শেষ নয় চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন,' একটা সেশনে আসব না, দেখে নেবে, তৃণমূল কংগ্রেসের পারফরমেন্স কী পার্লামেন্টে ?! এরপরেই কটাক্ষ করেন। মিমিক্রির সুরে বলেন, ওভাবে ডাকলে হবে না, মোদি মুর্দাবাদ ! এদিন সৌগত রায়কে জোর নিশানা করেন তিনি।