Kalyan Banerjee: যৌথ সংসদীয় কমিটির বৈঠকে তুলকালাম, একদিনের জন্য কল্যাণ 'সাসপেন্ড' | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: যৌথ সংসদীয় কমিটির বৈঠকে তুলকালাম, একদিনের জন্য কল্যাণ 'সাসপেন্ড' । 'বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের পেশ করা প্রস্তাব নিয়ে ভোটাভুটি' । তারপরেই একদিনের জন্য কল্যাণকে সাসপেন্ড করার সিদ্ধান্ত: PTIওয়াকফ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠকে তুলকালাম । 'বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কল্যাণের তীব্র বচসা' ।  উত্তেজিত হয়ে কাচের বোতল ভেঙে চেয়ারম্যানের দিকে ছোঁড়েন কল্যাণ' । 'কাচের বোতল ভেঙে নিজেও আহত হন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ' । ৩বার বলার  পরেও সভার মাঝপথে ফের বলতে চান কল্যাণ বন্দ্যোপাধ্যায়' । 'ফের বলতে ওঠেন কল্যাণ, বাধা দেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়' । 'তার পরেই অভিজিতের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায়' । 'বচসার মধ্যেই উত্তেজিত হয়ে কাচের বোতল ভেঙে ফেলেন তৃণমূল সাংসদ' । নিজেরই ভাঙা কাচের বোতলে আহত হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়: ANI । বৈঠকে কী হয়েছে, তা বলা যায় না, প্রতিক্রিয়া কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

আরও খবর..

এই নিম্নচাপের অভিমুখ প্রাথমিকভাবে ওড়িশা-বাংলা উপকূলের দিকে। বুধবারের মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 

কালই গভীর নিম্নচাপ পরিণত হতে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে। কাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। কাল থেকে ওড়িশার উপকূলবর্তী জেলার সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত। কালকের মধ্যেই পুরীর সৈকত পর্যটকশূন্য করার নির্দেশ ওড়িশা সরকারের। সাগর দ্বীপ থেকে এই মুহূর্তে ৭৭০ কিমি দূরে অবস্থান করছে নিম্নচাপ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram