Mahua Moitra Promotion:এথিক্স কমিটি সাংসদ পদ খারিজের সুপারিশ করলেও তৃণমূলে মহুয়া মৈত্রের পদোন্নতি। ABP Ananda LIVE
এথিক্স কমিটি সাংসদ পদ খারিজের সুপারিশ করলেও তৃণমূলে মহুয়া মৈত্রের পদোন্নতি। লোকসভা ভোটের আগে তৃণমূলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভানেত্রী করা হল মহুয়া মৈত্রকে।
তৃণমূলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে সরানো হল কল্লোল খানকে। লোকসভা ভোটের আগে তৃণমূলের সংগঠনে ঝাঁকুনি। তৃণমূলের বহরমপুর সাংগঠনিক জেলার সভানেত্রী পদ থেকে সরানো হল শাওনি সিংহ রায়কে। শাওনি সিংহ রায়কে করা হল তৃণমূলের রাজ্য সম্পাদক। বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি করা হল অপূর্ব সরকারকে। রাজ্য সম্পাদক করা হয়েছে প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রকে। জেলবন্দি অনুব্রত মণ্ডলকে বীরভূমের জেলা সভাপতি পদেই বহাল রাখল তৃণমূল। জেলার সংগঠনের দায়িত্ব দেওয়া হল তৃণমূলের কোর কমিটিকে।