Saugata Roy: 'তৃণমূলের কোনও সমাজবিরোধীর দরকার নেই', বার্তা সৌগতর। ABP Ananda Live

Continues below advertisement

TMC News: 'তৃণমূলের কোনও সমাজবিরোধীর দরকার নেই, কেউ তোলা চাইবে, জুলুম করবে, এটা মমতার সরকার হতে দেবে না', জয়ন্ত-জেসিবিদের কীর্তি ফাঁসের পর বার্তা সৌগতর। কর্মসংস্থান নিয়ে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত। 'ভারত সরকারে মোট ৩০ লক্ষ সরকারি চাকরির পদ'। 'দেড় বছর আগে ১০ লক্ষ শূণ্য পদ ছিল' 'প্রতিবছর ১ লক্ষ নিয়োগের লক্ষ্যমাত্র'। 'গত ১০ মাসে ৭ লক্ষ পদে নিয়োগ'। 'এই প্রক্রিয়া চলতে থাকবে'। নতুন চাকরি তৈরি হয়েছে কী, প্রশ্ন তুললেন কুণাল ঘোষের। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন অধীর চৌধুরী। তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের উপর হামলার অভিযোগ তুলে ধরার পাশাপাশি উল্লেখ করলেন সন্দেশখালির ঘটনাও। হেরে গিয়ে তৃতীয় হয়েছেন, চিঠি লিখে কী হবে? অধীর চৌধুরীকে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। মোদির নীতি আয়োগের বৈঠকে মমতার মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ। মাঝপথেই বেরিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রী।  বাংলা নিয়ে বঞ্চনার কথা বলতেই মাইক বন্ধ। বিজেপির মুখ্যমন্ত্রীদের বলতে দেওয়া হলেও মাত্র ৫ মিনিট দেওয়ার অভিযোগ মমতার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram