Saugata Roy : প্রথম সারিতে থাকা উচিত, আদি-নব্যের সংঘাত উস্কে কাদের কথা বললেন সৌগত ?
Continues below advertisement
তৃণমূলে আদি-নব্য নিয়ে এবার সরব সৌগত । ‘যাঁরা ২০০৯-এর আগে ছিলেন তাঁদের গুরুত্ব দিয়ে সংগঠন করতে হবে। যাঁরা সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাঁদেরই প্রথম সারিতে থাকা উচিত। ২০০৯-এর কর্মীরা কিছু পাওয়ার আশায় দল করতেন না। তাঁদের মধ্যে নিষ্ঠা অনেক বেশি ছিল। পরে হড়পা বানের মতো দলে লোক ঢুকেছে, তার নিয়ন্ত্রণ থাকা উচিত। নতুনরা এসেছেন বলে পুরনোদের পিছনের সারিতে রাখা চলবে না।" আদি-নব্যের সংঘাত উস্কে বিস্ফোরক মন্তব্য তৃণমূল সাংসদের।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Bengali News TMC ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News SAUGATAROY