Saugata Roy : ৩০-৫০ লক্ষ টাকা কে দিয়েছে ? হাওয়া থেকে তো আসে না ! সম্বর্ধনা অনুষ্ঠানে বিস্ফোরক সৌগত
Continues below advertisement
বিপুল খরচে কলেজ ফেস্ট, টাকার উৎস নিয়ে বিস্ফোরক সৌগত রায়। ‘কেকে গান গাইতে এসে মারা গেল, আমি ভাবি, এত টাকা আসে কোথা থেকে ?’ ‘৩০, ৫০ লক্ষ টাকা কে দিয়েছে ? হাওয়া থেকে তো আসে না!’ বরানগরে টিএমসিপির তরফে ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে বিস্ফোরক সৌগত। ‘এই টাকার জন্য পাড়ার মস্তান, প্রোমোটারের কাছে সারেন্ডার করলাম’। ‘হইহল্লা দরকার, কিন্তু প্রথমেই সারেন্ডার করলে পরে লড়াই করব কী করে? বরানগরে ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে বিস্ফোরক তৃণমূল সাংসদ।
Continues below advertisement
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ SaugataRoy Tmcmp