Shantanu on Dilip : ওঁর ওপর সেন্সরশিপ তুলে নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব ? দিলীপকে পাল্টা শান্তনুর
Continues below advertisement
"দিলীপবাবুর কথা শুনে করুণা হয়। কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর ওপর ক্যামেরার সামনে মুখে খোলার যে সেন্সরশিপ দিয়েছিল সেটা উঠিয়ে নিয়েছে কি না।" পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের পাল্টা তৃণমূল সাংসদ শান্তনু সেনের।
‘দলের সঙ্গে আছি, দলের সঙ্গেই ছিলাম’। আজ এসএসকেএম থেকে বেরনোর সময় বলেন পার্থ। দল পাশে না থাকলেও, দলের সঙ্গেই থাকার বার্তা পার্থর। এপ্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, "উনি তো বলবেনই দলের সঙ্গে আছি। কারণ, আর কেউ তো নেই ওঁর সঙ্গে। কিন্তু প্রশ্ন হচ্ছে, দল কি ওঁর সঙ্গে আছে ?"
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Dilipghosh Shantanusen