Shantanu Sen:'কিছুদিন ধরেই বিষোদগার করছেন', অনুপমের দাবি প্রসঙ্গে আর কী বললেন শান্তনু?ABP Ananda LIVE
'কিছুদিন ধরেই বিষোদগার করছেন', অনুুপম হাজরার সাম্প্রতিক মন্তব্য নিয়ে আর কী বললেন তৃণমূল সাংসদ শান্তনু সেন? প্রসঙ্গত, ফের বঙ্গ বিজেপির বিরুদ্ধে 'বিস্ফোরক' অনুুপম হাজরা। বলেছেন, 'বঙ্গ বিজেপি আমাকে এড়িয়ে চলে, উচ্চ নেতৃত্বের সভায় ডাকা হয় না।'