
Shatrughan Sinha: শত্রুঘ্ন সিন্হার গোটা দেশে আমিষ নিষিদ্ধ করার সওয়াল ঘিরে তোলপাড় রাজ্য-রাজনীতি | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আমিষ-নিরামিষ মন্তব্য় করে বিতর্ক উস্কে দিয়েছেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্হা। বাংলা থেকে নির্বাচিত এক সাংসদের এই মন্তব্য় শুনে হতবাক অনেকেই। নিজের ইচ্ছে অন্য়ের ওপর চাপিয়ে দেওয়া নিয়ে সরব হয়েছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
অভয়ার জন্মদিনে মানুষকে সঠিক বিচারের দাবিতে পথে নামার আর্জি জানালেন নিহত চিকিৎসকের মা-বাবা
দেখতে দেখতে ৬ টি মাস পেরিয়ে যেতে চলল সেই ভয়াবহ রাতের পর। ডিউটি-হাওয়ারে এক চিকিৎসককে ধর্ষণ ও খুন হত হয়েছিল তাঁর কর্মক্ষেত্রে। কলকাতা শহরের বুকে প্রথম সারির সরকারি হাসপাতালে। আগামী ৯ ফেব্রুয়ারি সেই ঘটনার ৬ মাস পূর্ণ হবে। আর সেইদিনই সেই নির্যাতিতা চিকিৎসকের জন্মদিন। এই দিনটিকে মাথায় রেখেই অভয়ার জন্মদিনে মানুষকে সঠিক বিচারের দাবিতে পথে নামার আর্জি জানালেন নিহত চিকিৎসকের মা-বাবা।
ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে অনেকটা সময়। সিবিআই তদন্ত করে অভয়ার সঙ্গে ঘটে যাওয়া ঘৃণ্য অপরাধের পিছনে একজনের হাত খুঁজে পেয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পেশ করা তথ্য ও প্রমাণের ভিত্তিতে আরজি কর খুন ধর্ষণে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। তাঁর আজীবন কারাদণ্ডের সাজা হয়েছে। কিন্তু এই তদন্তে কোনও ভাবেই খুশি হতে পারেননি তাঁর মা - বাবা।