Sougata Roy: মোদি নিজে তাহেরপুরে মিটিং করেছে কিন্তু মতুয়ারা আবার বিজেপির থেকে সরে গিয়েছে: সৌগত
ABP Ananda Live: 'মতুয়া ভোট নিয়ে তো বিজেপির অসুবিধা। ওরা বলেছিল ভোটা দাও নাগরিকত্ব দিয়ে দেব, সেটা দেয়নি বলে ওরা অসুবিধায় পড়েছে। মোদি নিজে তাহেরপুরে মিটিং করেছে কিন্তু মতুয়ারা আবার বিজেপির থেকে সরে গিয়েছে। এবার মতুয়া ভোট বেশিরভাগ তৃণমূলে পড়বে'। বললেন সৌগত রায়।
গঙ্গাসাগরে শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিল না প্রশাসন
গঙ্গাসাগরে শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিল না প্রশাসন। বুধবার সাগরদ্বীপে সভা করার কথা ছিল বিরোধী দলনেতার। আজ মহকুমাশাসককে চিঠি দিয়ে জানালেন সাগর থানার ওসি। 'গঙ্গাসাগর মেলায় পূর্ণ্যার্থীদের ও বিরোধী দলনেতার নিরাপত্তার কথা মাথায় রেখে সিদ্ধান্ত', মহকুমাশাসককে চিঠি পুলিশের। 'বিরোধী দলনেতা জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। ভিভিআইপি প্রোটোকলে বিকল্প রাস্তা নেই। সভাস্থলে আসার বিকল্প রাস্তাও নেই। আয়োজকরা জানিয়েছেন ১০ হাজার লোক হবে', চিঠিতে উল্লেখ। প্রস্তাবিত সভাস্থলের অসুবিধার কথা বিবেচনা করে সিদ্ধান্ত, মহকুমাশাসককে চিঠি পুলিশের।