Sougata Roy: যাদের ছোট থেকে দেখেছি, তারা কবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেল টেরও পাইনি, সৌগতর মন্তব্য ভাইরাল
একই মঞ্চ থেকে দলের কোনও কোনও নেতার দুর্নীতি নিয়ে সরব হলেন তৃণমূল সাংসদ সৌগত রায় ও মন্ত্রী পার্থ ভৌমিক। এ নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে যার সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি। ওই ভাইরাল ভিডিওয় সৌগতকে বলতে শোনা গিয়েছে, তিনি ব্যথিত হন, যখন দেখেন দলের কিছু লোক দুর্নীতি করেছে। সেই সঙ্গেই তিনি জানান, ছোট থেকে যাঁদের দেখেছেন, তাঁরা কবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেল, তা তিনি টের পাননি। এই সব ঘটনা তাঁকে দুঃখ দেয় বলে জানিয়েছেন সৌগত।
ওই মঞ্চেই পার্থ ভৌমিক বলেন, তৃণমূলকে ব্যবহার করে কোনও অন্যায় কেউ করে থাকলে তা তাঁর ব্যক্তিগত বিষয়। তৃণমূল পরিবার তাঁর পাশে দাঁড়াবে না।