TMC: মমতা আর অভিষেকের ইস্যুটাকে কীভাবে একসঙ্গে বলতে হয়, কুণালের থেকে শিখেছি: সুদীপ। ABP Ananda Live

তৃণমূলের (TMC) অন্দরে নবীন-প্রবীণ দ্বন্দ্বের প্রসঙ্গ নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudeep Banerjee) বক্তব্য় প্রসঙ্গে কটাক্ষ বিজেপি নেতা রাহুল সিনহার। প্রবীণরা পরিস্থিতি বুঝে মমতা-অভিষেক দু'জনকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করছে বলে মত রাহুলের। তিনি বলেন, '১ জানুয়ারি তৃণমূলের জন্মদিন, সেই দিনেই ২টো তৃণমূল জন্ম নেবে। সেই কারণেই ধীরে ধীরে ভাষা বদল।'  তৃণমূলে ছবি থেকে নবীন-প্রবীণ বিতর্কের মধ্যেই তাৎপর্যপূর্ণ মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, 'মমতা আর অভিষেকের (Abhishek Banerjee) ইস্যুটাকে কীভাবে একসঙ্গে বলতে হয়, সেটা কুণালের থেকে শিখেছি।' শিয়ালদায় আইএনটিটিইউসি-র অনুষ্ঠানে কুণালের সঙ্গে একমঞ্চে দাঁড়িয়ে মন্তব্য তৃণমূল সাংসদের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola