Sukanta Majumdar: '২০৮টি বিধানসভায় আমাদের প্রাপ্ত ভোট ৪১ হাজার ভোট বেশি', কী বললেন সুকান্ত ? | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: '৩০ দিনে দেশে ১০ কোটির বেশি সদস্য সংখ্যা পূর্ণ হয়েছে। পশ্চিমবঙ্গ শাখাকে যে টার্গেট দেওয়া হবে, তা সবাইকে শুধু সুকান্ত, শুভেন্দু নন, চার প্রাক্তন রাজ্য সভাপতি তাদের সময়ে যারা পদাধিকারী ছিলেন, ১৮টা থেকে হয়ত ১২টায় এসেছি, কলকাতায় ভোট বেড়েছে। ৪৬টি ওয়ারডে কলকাতায় হারিয়ে প্রথম দলে। ২০৮টি বিধানসভায় আমাদের প্রাপ্ত ভোট ৪১ হাজার ভোট বেশি। ০.১ শতাংশ ভোট বেশি পেয়েছে। ১৮টি সিটে ৫ হাজারের কমে। ২৯টি সিটে ১০ হাজারের কম। ১৫ হাজারের কম ব্যবধানে হেরেছি, এবং এখন থেকে প্ল্যানিং করতে পারি, তাহলে ২৬-এ সরকারে। আমরাই পারব পূরণ করতে। টার্গেট দিয়েছি বাংলায় ১ কোটি সদস্য তৈরি করতে হবে। তাহলে ৩-৪ শতাংশ ব্যবধান মিটিয়ে দিতে পারব। শুনতে হয় বিজেপি নাকি বহিরাগত পার্টি। মমতাকে হয়ত ভুলে গেছেন শ্যামাপ্রসাদের নামে...উনি যে কলেজে পড়েছেন সেটা শ্যামাপ্রসাদের মায়ের নামে যোগমায়া দেবী কলেজ। মানুষকে বোঝাতে হবে। সময় আছে সচেতন হও, বাংলাদেশ থেকে শিক্ষা নাও।',মন্তব্য সুকান্ত মজুমদারের 

"সন্দেশখালি থেকে আরজি কর, বাংলা সুরক্ষিত নয় মহিলারা", অভিযোগ অমিত শাহের। ২০২৬ সালে রাজ্যে সরকার পরিবর্তনের ডাক দিয়ে তিনি আরও বলেন, "ওড়িশায় পরিবর্তন হয়েছে। এবার ২৬-এ বাংলা পরিবর্তন হবে। এর জন্য পশ্চিমবঙ্গ থেকে এক কোটি সদস্য সংগ্রহ করতে হবে।"

রেশন দুর্নীতির তদন্ত চলাকালীনই পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে উদ্ধার হল বস্তা বস্তা চাল। উদ্ধার হওয়া ২০০টি বস্তার গায়েই সরকারি ছাপ, রেশনের চাল বলেই সন্দেহ স্থানীয়দের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram