TMC News: সাত বছর আগে তৃণমূলকর্মী হত্যার ঘটনায় ৭জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

ABP Ananda Live: সাত বছর আগে তৃণমূলকর্মী খুনের ঘটনায় ৭জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। ২০১৮ সালে ১৪ মে হাবড়ার বেড়গুম ঘোষপাড়া এলাকায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী বিপ্লব সরকারকে পিটিয়ে খুন করা হয়। তদন্ত চালিয়ে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশ। গ্রেফতার করা হয় ৯জনকে। বৃহস্পতিবার সেই মামলায় ৭ জনের যাবজ্জীবন সাজা দিল বারাসাত আদালত।

 

একদিকে রামনমবমী ঘিরে যখন চড়ছে রাজনীতির পারদ, তখন বারুইপুরে বিজেপি ও তৃণমূলের টক্কর ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বিধানসভাও। শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে কালো পতাকা। বিজেপি বিধায়কদের ঘিরে বিক্ষোভ। বিজেপির কর্মী-সমর্থকদের লক্ষ্য করে লঙ্কার গুঁড়ো! ইট! পাথর ছোড়ার অভিযোগ করা হয়।বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, আমাদের ট্র্য়াপে ফেলা হয়েছে। ১টা থেকে ৩টে কোনও কারণ ছাড়াই তৃণমূলকে পারমিশন। তোলাবাজ অভিষেক, চোর তিনি পুলিশকে নির্দেশ দিয়ে এটা করেছেন। আমাদের ট্র্য়াপে ফেলেছেন। উদ্দেশ্য় মেরে ফেলা। ২৬-এর আগে পথের কাঁটা সরিয়ে দাও। '

বুধবার বিজেপির কর্মসূচি ঘিরে বারুইপুরে এই তুলকালামকাণ্ডের রেশে বৃহস্পতিবার এসে পড়ল বিধানসভাতেও।বাজেট অধিবেশনের শেষ দিনে বারুইপুর নিয়ে উত্তাল হয়ে উঠল বিধানসভা। ভিতরে-বাইরে তুমুল বিক্ষোভ দেখাল বিজেপি।অধিবেশনের শুরু থেকেই বিধানসভার ভিতরে শুরু হয়ে যায় গন্ডগোল। চেয়ার ছেড়ে উঠে এসে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola