Abhishek Banerjee: লোকসভা ভেঙে দিয়ে গোটা দেশে SIR হোক। দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ABP Ananda LIVE : লোকসভা ভেঙে দিয়ে, SIR করার দাবি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের। লোকসভা ভেঙে দিয়ে গোটা দেশে SIR হোক। দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করে প্রধানমন্ত্রীকে লোকসভায় তৃণমূলের দলনেতার কটাক্ষ, আপনি থাকবেন পদে, আর বাংলায় SIR হবে, তা হবে না। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে আজও সংসদ চত্বরে বিক্ষোভ দেখায় INDIA জোট। সনিয়া গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে প্রতিবাদে যোগ দেন তৃণমূল সাংসদ, মালা রায়, শতাব্দী রায়, কীর্তি আজাদরা।  এদিনও সংসদের বাইরে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রতিবাদে সরব হয় INDIA জোট। রাহুল গান্ধীর অভিযোগ, জাতীয় স্তরে ('ভোট চুরি') করা হচ্ছে। প্রথমে প্রমাণ ছিল না,...। আমরা শুধুমাত্র সংবিধানকে রক্ষা করছি।  বিজেপির পাল্টা অভিযোগ, বেসলেস কংগ্রেস ব্রেনলেস হয়ে যাচ্ছে। লোকসভা ভেঙে দিয়ে, SIR করার দাবি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola