ABP News

Abhishek Banerjee : 'আগুনের গোলা', 'মানতে হল আগামীকে'। সোশাল মিডিয়ায় পরপর পোস্ট অভিষেকের অনুগামীদের

Continues below advertisement

ABP Ananda LIVE : কোথাও লেখা আগুনের গোলা, কেউ বলছেন মানতে হল আগামীকে। দলের কর্মী বৈঠকের পর অভিষেকের প্রত্যাবর্তন নিয়ে সোশাল মিডিয়ায় পরপর পোস্ট অনুগামীদের। অভিষেকের কৃতিত্ব স্বীকার করেও প্রবীণদের মুখে শেষকথা মমতাই। জোড়াসাঁকো-চৌরঙ্গিকে গুরুত্ব দেওয়ার বার্তা অভিষেকের। কাউন্সিলররা জিতলেও বিধানসভা-লোকসভা ভোটে দলকে হারাচ্ছেন, বিস্ফোরক বিবেক গুপ্তা। সমস্যা নেই, দাবি নয়নার। সুদীপের আরোগ্য কামনা করে পরপর পোস্ট তৃণমূলের। কুণালকে ভুল তথ্য, দাবি নয়নার। সাধন পাণ্ডের ঘটনা ভুলে যাবেন না, পাল্টা কুণাল। সভাপতি নির্বাচন নিয়ে কোন্দল, কটাক্ষ শমীকের। পূর্ব মেদিনীপুরে দলীয় নেতা-কর্মীদের চ্যালেঞ্জ নেওয়ার বার্তা অভিষেকের। কেন বলেছেন জানি না, প্রতিক্রিয়া অখিল গিরির। দুর্বলতা মানলেন তমলুকের তৃণমূল সভাপতি।  কেন্দ্রীয় নেতৃত্ব চাইলেই রাজ্য সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু। কেন্দ্র চাইলেই মনোনয়ন। বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকের পর জানালেন সুকান্ত। দুষ্কৃতীদের দল, কটাক্ষ ফিরহাদের। ভারত শান্তি চাইলেও ছায়াযুদ্ধ চালিয়ে গেছে পাকিস্তান। সদর্থক প্রচেষ্টা করলেও প্রতিবারই বিশ্বাসঘাতকতা। সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে কড়া আক্রমণ নরেন্দ্র মোদির। অপেক্ষার প্রহর গোনা শুরু। ৯ মাস পর পৃথিবীতে ফিরছেন সুনীতা উইলিয়ামস। স্পেস স্টেশনে পৌঁছল ইলন মাস্কের মহাকাশ যান। বুধে পৃথিবীতে ফেরার সম্ভাবনা। আজ ফুরফুরা শরিফে মুখ্যমন্ত্রী, বৈঠক করবেন পীরজাদাদের সঙ্গে। ‘হিনদু হিনদু ভাই ভাই’, জেলায় জেলায় দেওয়াল লিখন ও পোস্টার বিজেপির। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।ফের অভিষেকের হাতেই দলের রাশ? সুব্রত বক্সির, ‘আমাদের সবার নেতা’ মন্তব্যে জল্পনা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।  সুদীপের অসুস্থতা নিয়ে কুণালের পোস্টে তৃণমূলেই অসন্তোষ, ‘ভালো আছেন’, দাবি নয়না। ‘উত্তর কলকাতার সভাপতি হওয়া নিয়ে লড়াই’, কটাক্ষ বিজেপির। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮। বাজেয়াপ্ত হওয়া রোজভ্যালির ৪৫০ কোটি টাকা ফেরানো হবে আমানতকারীদের। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram