ABP News

TMC News: নেত্রী দায়িত্ব দেওয়ার পরেই দক্ষিণ কলকাতা জুড়ে 'অধিনায়ক অভিষেক' পোস্টার

Continues below advertisement

ABP Ananda Live: নেত্রী দায়িত্ব দেওয়ার পরেই 'অধিনায়ক অভিষেক' পোস্টার । 'অধিনায়ক অভিষেক', দক্ষিণ কলকাতা জুড়ে পোস্টার-পতাকা! । যাদবপুর, বাঘাযতীন থেকে পাটুলি-পোস্টারে পোস্টারে ছয়লাপ । 'অধিনায়ক অভিষেক', এবার কলকাতা জুড়ে নতুন পোস্টার । নেত্রীর নির্দেশে সংগঠনে প্রত্যাবর্তনের পরেই অভিষেকের সমর্থনে পোস্টার । মুখ্যমন্ত্রীর লন্ডন যাওয়ার আগেই অভিষেকের সমর্থনে পোস্টার । ছাব্বিশের ভোটকে সামনে রেখে রবিবার রণকৌশল বৈঠকের আগে পোস্টার । তৃণমূলের আইটি সেলের কর্মীদের হয়ে অভিষেকের নামে পোস্টার। 

 

 গরমের মধ্যে তীব্র জলসঙ্কট, হাওড়া ও শিবপুরে ২২ ওয়ার্ডে এখনও জল সরবরাহ বন্ধ 

গরমের মধ্যে জলসঙ্কট অব্যাহত হাওড়ার বিস্তীর্ণ এলাকায়। বুধবার রাতে বিপর্যয়ের পর থেকে এখনও সারানো যায়নি ভূগর্ভস্থ পাইপলাইন। উত্তর হাওড়া ও শিবপুর বিধানসভা এলাকার বাইশটি ওয়ার্ডে এখনও জল সরবরাহ বন্ধ। তার জেরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে হাজার হাজার পরিবারকে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram