Abhishek Banerjee: পোস্টারের পর এবার শোনা গেল 'অধিনায়ক অভিষেক' স্লোগান

ABP Ananda Live: ছাব্বিশের বিধানসভা ভোটের একবছর আগে রণকৌশল ঠিক করতে আজ বৈঠকে বসছে তৃণমূলের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম, FAM. বৈঠক শুরুর আগে ‘অধিনায়ক অভিষেক’ স্লোগান শোনা গেল তৃণমূল কর্মী, সমর্থকদের মুখে। হলুদ পতাকায় মুড়ে ফেলা হয়েছে যাদবপুর, পাটুলি-সহ দক্ষিণ কলকাতার একাধিক এলাকা। হলুদ জার্সি পরে বৈঠকে যোগ দিতে এসেছেন তৃণমূল কর্মী, সমর্থকেরা। ‘মিশন ২০২৬ স্টার্ট ফ্রম হিয়ার‘ লেখা ব্যানারে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। 

 

 

নেই জল, নেই বিদ্যুৎ, বাড়িতে ফাটল, হাওড়ায় দুর্ভোগের ত্রিফলা 

দিন-রাত আতঙ্কে কাটাচ্ছেন হাওড়ার বেলগাছিয়া এলাকার বাসিন্দারা। জলের পাইপ লাইন মেরামতি করতে গিয়ে বুধবার রাতে এই এলাকায় ধস নামে। ৩ দিন পরেও পরিস্থিতি যে-কে-সেই। অন্যদিকে, আজও নির্জলা উত্তর হাওড়া বিধানসভার ১৪টি ওয়ার্ড। এ ছাড়াও বালি পুরসভার ৩টি ওয়ার্ডেও জলসঙ্কট চরমে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola