Abhishek Banerjee: আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক বৈঠক, কী বার্তা দেবেন তিনি?

ABP Ananda LIVE : আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক বৈঠক। অনলাইন বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে দলের বিধায়ক, সাংসদ এবং সমস্ত জেলা সভাপতিদের। বিধানসভা ভোটের আগে ভূতুড়ে ভোটার নিয়ে সরব হয়েছে তৃণমূল। এ নিয়ে আজ বিশেষ বার্তা দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা স্ক্রুটিনির কাজ শুরু হয়েছে। এখন দেখার এই কাজে আই প্যাককে যুক্ত করার কোনও নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় দেন কি না। এর আগে ভূতুড়ে ভোটার নিয়ে তৃণমূলের কোর কমিটির প্রথম বৈঠকে গরহাজির ছিলেন অভিষেক। 

 

মুর্শিদাবাদের ভরতপুরে ফুটবল খেলতে গিয়ে বোমা ফেটে জখম হল ৭ বছরের শিশু

 

ফের বোমা-বিদ্ধ শৈশব। মুর্শিদাবাদের ভরতপুরে ফুটবল খেলতে গিয়ে বোমা ফেটে জখম হল ৭ বছরের শিশু। গতকাল বিকেলে হরিশ্চন্দ্রপুর গ্রামে ফুটবল খেলা চলছিল। বল পড়ে বোমা ফেটে গুরুতর জখম হয় শিশু। আশঙ্কাজনক অবস্থায় তাকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফুটবল মাঠে কে বা কারা বোমা রেখে গেল, খতিয়ে দেখছে ভরতপুর থানার পুলিশ।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola