
Abhishek Banerjee: অভিষেকের কড়া বার্তা, খারাপ ফলের কারণ খুঁজতে বৈঠক কোচবিহারে
Continues below advertisement
ABP Ananda LIVE: বছর ঘুরলেই দুয়ারে বিধানসভা ভোট। এই প্রেক্ষাপটে শনিবার, ভার্চুয়াল সাংগঠনিক বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে খারাপ ফল, সেই সব জায়গায় তৃণমূলের ব্লক ও জেলা সভাপতি বদল। ৫ দিনের মধ্যে নাম ঘোষণা। জোড়াসাঁকো ও চৌরঙ্গিতে বাড়তি গুরুত্ব। ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের। অভিষেকের কড়া বার্তা, খারাপ ফলের কারণ খুঁজতে বৈঠক কোচবিহারে।
ফের স্বস্তির বৃষ্টি রাজ্যের একাধিক জেলায়
আগেই জানান দিয়েছিল আবহাওয়া দফতর। ফের পূর্বাভাসা মিলিয়েই সপ্তাহের শুরুতেই ফের স্বস্তির বৃষ্টি রাজ্যের একাধিক জেলায়। সন্ধ্যার পরেই শুরু হল বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি। কোথাও আবার শিলাবৃষ্টি। গতকালের ধারাই বজায় থাকলও আজও। বলা ভাল গতকালের থেকেও আজ বড় আকারের শিল পড়েছে বাংলার মাটিতে ! তবে সেভাবে শিলাবৃষ্টি বা ঝড় না হলেও, দু এক পশলা বৃষ্টি হয়েছে কলকাতাতেও।
Continues below advertisement