Anubrata Mondal: জেলায় দলীয় নেতা-কর্মীদের মধ্য়ে কমছে অনুব্রত মণ্ডলের গ্রহণযোগ্য়তা?
ABP Ananda Live: গ্রেফতার থেকে একের পর বিতর্ক। এসবের জেরে কি জেলায় দলীয় নেতা-কর্মীদের মধ্য়ে কমছে অনুব্রত মণ্ডলের গ্রহণযোগ্য়তা? প্রশ্নটা উঠছে, কারণ আজ অনুব্রত ঘনিষ্ঠ সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতারা দেখা করলেন, অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠীর লোক বলে পরিচিত কাজল শেখের সঙ্গে! অন্য়দিকে, এদিনই সাতসকালে পুলিশের কাছে হাজিরা দিয়েছেন, পুলিশকে হুমকি দিয়ে বিতর্কে জড়ানো, সাসপেন্ডেড টিএমসিপি নেতা, বিক্রমজিৎ সাউ।
জেলবন্দি অনুব্রতর পাশে দাঁড়িয়ে তাঁকে 'বীরভূমের বাঘ' আখ্যা দিয়েছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও। ২০২২ সালের ৫ নভেম্বর বীরভূমের রামপুরহাটের মঞ্চ থেকে তিনি বলেন, 'বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো। সারা জীবন পারবে না।' আর এই অডিও টেপ বিতর্কের পর, গত শুক্রবার ববি হাকিম সংবাদমাধ্য়মকে আক্রমণ করে বললেন, 'সারাদিন ধরে যখন বিজেপি নেতারা একজন মহিলা-সিপাহীকে 'জঙ্গিদের বোন' বললেন, তখন আপনাদের টিভি চুপ করে থাকে, আর যখন এই একটা পুঁচকেপাচকা একটা কোনও জেলায় কেউ বলল, সেটাকে নিয়ে হাইলাইট করল। কোনটার গভীরতা বেশি?'