TMC News: অনুব্রত ও বিক্রমজিৎ, দুজনই পুলিশকে হুমকি দিয়েছেন, একজনকে শাস্তি আর অপরজনকে রেহাই কেন?
ABP Ananda Live: অনুব্রত মণ্ডলের ভাইরাল অডিও ক্লিপ ঘিরে যখন রাজ্যজুড়ে তোলপাড়, তারই মধ্য়ে বীরভূমের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি একই পুলিশ অফিসারকে ফের কাপুরুষ বলে আক্রমণ করেছেন। বলেছেন, 'অনুব্রত মণ্ডল নামক শক্তিকে তুমি তোমার অপকর্মের মাধ্যমে দমানোর চেষ্টা করেছ।' যদিও, তৃণমূল নেতার এই মন্তব্য় ঘিরে বিতর্ক তৈরি হতেই তাঁকে ৬ বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল। কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এখনও সেরকম কোনও পদক্ষেপ নেয়নি দল। এখানেই প্রশ্ন, অনুব্রত মণ্ডল ও বিক্রমজিৎ সাউ, দুজনই পুলিশকে হুমকি দিয়েছেন। কিন্তু তৃণমূলে একজনকে শাস্তি আর অপরজনকে রেহাই কেন? এরই মধ্য়ে সামনে আসছে সাসপেন্ডেড টিএমসিপি নেতা বিক্রমজিতের পুরনো কিছু কীর্তি। থ্রেট কালচারের অভিযোগ। যা নিয়ে খোদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কাছে অভিযোগ জানিয়েছিলেন, বীরভূমের TMCP সহ সভাপতি। প্রশ্ন উঠছে, দল যদি আগেই কড়া ব্য়বস্থা নিত, তাহলে কি আজ এতটা বেপরোয়া হয়ে উঠতে পারতেন বিক্রমজিত?