TMC News: এখনও অধরা TMC কাউন্সিলর, পুলিশি তল্লাশির খবর আগেই পৌঁছে যাচ্ছে সমরেশের কাছে?

Continues below advertisement

Kolkata News: ৬ দিন পার। চিলাপাতার জঙ্গল থেকে দিঘা। বাগুইআটির তোলাবাজ কাউন্সিলরের খোঁজে হানা পুলিশের। এবারও অধরা সমরেশ। প্রভাবশালী বলেই কি আড়ালের চেষ্টা? প্রশ্ন আক্রান্ত প্রোমোটারের। কোথায় 'তোলাবাজ' কাউন্সিলর? 

 

তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সহ সভাপতি। বহিষ্কৃত তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের কার্যকরী সভাপতিও। তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সহ সভাপতি মণিশঙ্কর মণ্ডল। তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের কার্যকরী সভাপতি প্রীতম হালদার। দলবিরোধী কাজের অভিযোগে দলের সমস্ত পদ থেকে ২ জনকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। জানালেন তৃণমূলের শিক্ষক সেলের সভাপতি ব্রাত্য বসু। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অনুগামী বলে পরিচিত মণিশঙ্কর মণ্ডল। লোকসভায় তৃণমূলের বিপুল জয়ের পর 'গেমচেঞ্জার দাদা' বলে পোস্টার লাগান মণিশঙ্কর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram