TMC News: বরানগরে প্রোমোটিং করতে গিয়ে TMC-র অন্দরেই কোন্দল, INTTUC নেতা এবং যুব তৃণমূলকর্মীর বিবাদ

ABP Ananda LIVE : বরানগরে প্রোমোটিং করতে গিয়ে তৃণমূলের অন্দরেই কোন্দল I প্রোমোটিংকে কেন্দ্র করে INTTUC নেতা এবং যুব তৃণমূলকর্মীর বিবাদ I অডিও রেকর্ডিং প্রকাশ্যে এনেছেন বিজেপি নেতা সজল ঘোষ I অভিযোগ INTTUC নেতা, যুব তৃণমূল কর্মী দুজনেই তোলাবাজ I কে কত ক্ষীর খাবে এই নিয়ে বিবাদ

 

 

এ রাজ্যেও করোনার থাবা, আক্রান্ত ভর্তি ছিলেন হাসপাতালে, বড় খবর সরকারি সূত্রে

দেশজুড়ে ফের করোনার চোখরাঙানি। কেরল ও মহারাষ্ট্রে বাড়ছে আতঙ্ক। বেশ কিছু রোগী ভর্তি হাসপাতালেও। মুম্বই থেকে ফিরে গুরুগ্রামে করোনা আক্রান্ত ১ জন। এভাবেই এক জায়গা থেকে আরেক জায়গায় থাবা বিস্তার করছে ভাইরাস। এরই মধ্যে বাংলাতেও সিঁধ কাটল কোভিড। পশ্চিমবঙ্গে একজন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। যদিও তিনি এখন করোনা মুক্ত।  রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, চলতি মাসের গোড়ায় আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে এক মহিলা শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যা নিয়ে ভর্তি হন। পরীক্ষায় জানা যায়, তিনি কোভিড-19-এ আক্রান্ত। আইসোলেশনে এক সপ্তাহ রেখে ওই করোনা আক্রান্তকে ছেড়ে দেওয়া হয়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola