TMC News: শাসক দলের কোন্দল কোথায় পৌঁছেছে? প্রমাণ হয়ে গেল ভাঙড়ে! Bhangar | ABP Ananda LIVE

ABP Ananda LIVE : ভাঙড়ে তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খানকে খুনের ঘটনায়, এক তৃণমূল নেতা মোফাজ্জল মোল্লাকে গ্রেফতার করেছিল পুলিশ। যাকে খুনের পর ঘটনাস্থলে সওকত মোল্লার পিছনে দেখা গিয়েছিল! এবার ওই খুনে জড়িত থাকার অভিযোগে আরেক তৃণমূল নেতা, পঞ্চায়েত সদস্য আজহারউদ্দিন মোল্লাকে গ্রেফতার করল পুলিশ। যিনি গত বছর লোকসভা ভোটের পর, সওকত মোল্লার হাত ধরেই তৃণমূলে যোগ দিয়েছিলেন! অথচ বারবার খুনের ঘটনার সঙ্গে দলের দূরত্ব বজায় রাখার চেষ্টা চালিয়ে গেছেন সওকত মোল্লা। খুনে ধৃত মোফাজ্জল মোল্লাকে প্রথমে সওকত বলেছিলেন, ও দলের কেউ নয়। যা নিয়ে তীব্র আপত্তি জানায় পরিবার। অবশেষে আজ সওকত বললেন, মোফাজ্জল নেতা নয়, ও দলের কর্মী!

 

প্রথমে ভাঙড়, তারপর মালদা, আর কাল সাঁইথিয়া। ভাঙড়ে তৃণমূলের অঞ্চল সভাপতি ও ইংরেজবাজারে তৃণমূল কর্মী খুনে তৃণমূলেরই নেতা-কর্মীদের গ্রেফতার করেছে পুলিশ। সাঁইথিয়াতেও তৃণমূলের অঞ্চল সভাপতি খুনে অভিযোগের আঙুল উঠেছে সেই রাজনীতিরই দিকে! শুভেন্দু অধিকারী বলছেন, মারছে তৃণমূল। মরছে তৃণমূল। সুকান্ত মজুমদার বলছেন, তৃণমূল এখন তৃণমূলের মাংস ভক্ষণ করতে উদ্য়ত হয়েছে। অধীর চৌধুরীর কথায়, তৃণমূলের মধ্য়ে ভাগাভাগি নিয়ে খুন হচ্ছে। বিরোধীদের তীব্র কটাক্ষের মুখে পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola