TMC News: TMC বিধায়কের কনভয়ের পাইলট কারের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর, কী বললেন সওকত?

ABP Ananda LIVE: তৃণমূল বিধায়কের কনভয়ের পাইলট কারের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর। ঘটকপুকুর থেকে সায়েন্স সিটি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সওকত মোল্লার কনভয়ের পাইলট কারের ধাক্কা। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের কনভয়ের পাইলট কারের। বাইকে ধাক্কার পর ল্যাম্প পোস্টে ধাক্কা কনভয়ের পাইলট কারের। ঘটনার সময় গাড়িতে ছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। গুরুতর আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু বাইক আরোহীর, পুলিশ সূত্রে খবর। 

 

'বাংলার যন্ত্রণার কথা বলা কি অপরাধ?', 'দ্য বেঙ্গল ফাইলস' রিলিজ নিয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে বার্তা বিবেক অগ্নিহোত্রীর

পরিচালক বিবেক অগ্নিহোত্রীর 'দ্য বেঙ্গল ফাইলস'-এর ট্রেলার লঞ্চ ঘিরে গত ১৬ অগাস্ট তুলকালাম বাধে ITC রয়্যাল বেঙ্গল হোটেলে। তাই নিয়েই এবার শুরু হয় রাজনীতির চাপানউতোর! একদিকে পরিচালকের পাশে দাঁড়িয়েছে বিজেপি। তৃণমূল আবার এই সিনেমাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং মানুষে মানুষে বিভেদ বাড়ানোর চেষ্টা হিসেবেই দেখছে। আর তাই ঘিরে 'দ্য বেঙ্গল ফাইলস' নিয়ে বাংলাতেই তুঙ্গে তরজা। এই পরিস্থিতিতে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ভিডিও-বার্তা দিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। 

এক্স হ্যান্ডেলে পরিচালক বলেছেন, 'দ্য বেঙ্গল ফাইলস' সারা বিশ্বে রিলিজ করবে। কিন্তু সবারই মনে হচ্ছে, পশ্চিমবঙ্গে হয়ত ছবিটি নিষিদ্ধ করা হবে। হল মালিকরাও তাঁকে বলছেন, ছবিটি নিষিদ্ধ না করা হলেও  তাঁদের উপর এতটাই রাজনৈতিক চাপ আছে যে , ছবিটা দেখালে বড় মূল্য চোকাতে হতে পারে তাঁদের। তাই তাঁরা ছবিটি দেখাতে ভয় পাচ্ছেন। এই ভয় থেকেই গত ১৬ অগাস্ট ছবির ট্রেলারও দেখানি তাঁরা। তাই যখন একটি প্রাইভেট হোটেলে ট্রেলারটি প্রদর্শনের ব্যবস্থা করা হয়, কিন্তু বাংলার পুলিশ কোনও অজানা কারণে তা দেখাতে দেয়নি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola