TMC News:'এধরণের কথা বলেন কেন?' অনুব্রত মণ্ডলের মন্তব্যে এভাবেই বিরক্তিপ্রকাশ বিমান বন্দ্য়োপাধ্য়ায়ের
ABP Ananda Live: 'এধরণের কথা বলেন কেন?' অনুব্রত মণ্ডলের মন্তব্যে এভাবেই বিরক্তিপ্রকাশ করলেন খোদ বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দ্য়োপাধ্য়ায়। এর আগে তৃণমূল সাংসদ সৌগত রায়, বিধায়ক হুমায়ুন কবীর এবং আব্দুল গণি অনুব্রতর মন্তব্য় নিয়ে মুখ খুলেছিলেন।
পরপর দু'বার হাজিরা এড়ানোর পর অবশেষে আজ বোলপুরের SDPO অফিসে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল
পরপর দু'বার হাজিরা এড়ানোর পর অবশেষে আজ বোলপুরের SDPO অফিসে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। কাক-পক্ষীতেও যাতে টের না পায়, তারজন্য কার্যত লুকিয়ে ঢুকলেন পিছনের গেট দিয়ে। শুধু তাই নয়, হাজিরা দিতে গেলেন বোলপুরের এক ব্যবসায়ীর স্ত্রীর নামে থাকা একটি গাড়ি নিয়ে। এদিন দু'ঘণ্টা ধরে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করলেও, তাঁর মোবাইল ফোন জমা নিল না পুলিশ। আর হাজিরা দিয়ে বেরিয়েই, সোজা বোলপুরের তৃণমূল পার্টি অফিসে ঢুকে গেলেন অনুব্রত মণ্ডল।