TMC News: ৭দিনের মধ্যে ইস্তফা না দিলে বনগাঁর পুরপ্রধানের বিরুদ্ধে পদক্ষেপ ?

Continues below advertisement

ABP Ananda LIVE: ৭দিনের মধ্যে ইস্তফা না দিলে বনগাঁর পুরপ্রধানের বিরুদ্ধে পদক্ষেপ? '৭দিনের মধ্যেই বনগাঁ পুুরসভার চেয়ারম্যানকে ইস্তফার নির্দেশ। অভিষেকের বার্তার মধ্যেই জেলায় জেলায় পুরসভায় বদল। '৬ নভেম্বর পদ ছাড়তে নির্দেশ', তাও এখনও পুরপ্রধান গোপাল শেঠ। দলীয় নির্দেশের কথা জানিয়ে পদত্যাগ করতে চিঠি যাচ্ছে পুরপ্রধানের কাছে', দলীয় নির্দেশ 'অমান্যের' পরেই তৃণমূলের ১৭জন কাউন্সিলরকে নিয়ে বৈঠক। কাউন্সিলরদের সঙ্গে বৈঠকের পরে জানিয়ে দিলেন জেলা তৃণমূল সভাপতি। দলের নির্দেশ অমান্য করলে কঠোর পদক্ষেপ, জানিয়ে দিলেন বিশ্বজিৎ দাস 

 

 

পানশালার আড়ালে নারী পাচার? ইডি হানায় উদ্ধার ১.১ কোটি টাকা

পানশালার আড়ালে নারী পাচার? ইডি হানায় উদ্ধার ১.১ কোটি টাকা। বাজেয়াপ্ত ২টি বিলাসবহুল গাড়ি, নথিপত্র ও ডিজিটাল তথ্যপ্রমাণ। একটি ল্যান্ড রোভার ও একটি জাগুয়ার গাড়ি বাজেয়াপ্ত, বিবৃতি ইডির। গতকাল একযোগে ৭ জায়গায় অভিযান চালায় ইডি। সল্টলেকের ব্যবসায়ী জগজিৎ সিংহ সহ ৩ ব্যবসায়ীর বাড়িচে হানা। বাড়ি ছাড়াও অফিস, পানশালা-সহ একাধিক ঠিকানায় তল্লাশি। ব্যবসায়ী ঘনিষ্ঠ এক ইঞ্জিনিয়ারের নাগেরবাজারের ফ্ল্যাটেও অভিযান চলে

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola