Bratya Basu: 'সুপারস্টার হলে অন্যের দল করত না', কুণালের সমর্থনে গিয়ে ব্রাত্যর নিশানায় দেব
ABP Ananda LIVE : সিনেমার শো নিয়ে এবার ব্রাত্য বসুর নিশানায় দেব। 'ভাল অভিনেতা, কিন্তু সুপারস্টার বলার জায়গায় নেই'।'সুপারস্টার হলে অন্যের দল করত না'। নাম না করে কুণালের সুরেই দেবকে আক্রমণে শিক্ষামন্ত্রী। 'সবরকম প্রভাব খাটিয়ে রঘু বেশি শো নিল'। 'মুখে বাংলা সিনেমার উন্নতির কথা বলব...'। 'আর কাজে স্বার্থপরের মতো নিজের ঘুঁটি সাজাব'। এটা ঠিক নয়, দেবের নাম না করে গতকাল পোস্ট কুণালের। এব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি দেবের।
Durga Puja 2025: দুর্গাঠাকুর বিসর্জনে বক্স বাজানোকে কেন্দ্র করে সিউড়িতে তুলকালাম, তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ তৃণমূলের
সদ্যই সমাপ্ত হয়েছে বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja 2025)। ষষ্ঠীতে আগমনের পর এবং বাড়ি ফেরার পালা। জায়গায় জায়গায় শুরু হয়েছে ঠাকুর বিসর্জন। আবারও বছর খানেকের অপেক্ষা। তবে এই বিসর্জনকে কেন্দ্র করেই রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের (Birbhum news) সিউড়ি। দুর্গা বিসর্জনে বক্স বাজানোকে কেন্দ্র করে গ্রামবাসীদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ।
দুর্গা বিসর্জনে বক্স বাজানোই কাল হল। মায়ের বিদায়বেলায় এই বক্স বাজানোকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে উঠল সিউড়ির ভ্রমরকল গ্রাম। গ্রামের মধ্যে তৃণমূল বনাম তৃণমূল সংঘাত। শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। তৃণমূল নেতা বকুল শেখের সমর্থকদের অভিযোগ সিউড়ির দু'নম্বর ব্লকের তৃণমূলেরই সভাপতি নুরুল ইসলামের অনুগামীরা তাঁদের ওপর হামলা করেছে। মারধর করা হয়েছে। ঘটনায় চারজন আহত সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।