TMC News: 'আমি টাকা পেতাম, সেই কারণে ওকে আমি উঠিয়ে নিয়ে এসেছিলাম', বললেন বুলেট মির্জা

Continues below advertisement

ABP Ananda LIVE: তোলার টাকা না পেয়ে ঠিকা শ্রমিকের বাড়িতে হামলা। ঠিকা শ্রমিকের মা-কে মারধরের অভিযোগ। মল্লারপুর পুলিশের হাতে গ্রেফতার ময়ূরেশ্বরের তৃণমূলকর্মী বুলেট মির্জা। মুম্বইবাসী ঠিকা শ্রমিকের কাছে লক্ষাধিক টাকা তোলা চাওয়ার অভিযোগ বুলেটের বিরুদ্ধে। টাকা না দিলে তাঁকে ময়ূরেশ্বরে ফিরে আসতে না দেওযার হুমকি দেওয়ার অভিযোগ। মুম্বইতে ঠিকা শ্রমিককে আটকে রেখে মারধরের ছবি ভাইরাল। বুলেট মির্জার নেতৃত্বে মারধর চালানোর অভিযোগ। ধারের টাকা শোধ না দেওয়ায় মারধর করি, দাবি বুলেট মির্জার।

'উনি তৃণমূল পার্টির নাম ভাঙিয়ে চলে, উনি একজন কাউন্সিলর (tmc cpuncelor)১১ নং ওয়ার্ডের। ওনার আসল নাম শুভদীপ সরকার, ওনাকে সবাই প্রসূন সরকার বলে চেনে। ওনার যেকটা বউ, যেকজনকে উনি বিয়ে করেছেন এখনও অবধি সব পলতা এলাকার আশেপাশে রেখেছেন। আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল', বললেন অভিযোগকারিণী। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস, হুমকি, জোর করে মেসেজ ডিলিট করানোর অভিযোগ উঠল উত্তর ব্যারাকপুর পুরসভার (Barrackpore Municipality)১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসূন সরকারের (prasun sarkar)বিরুদ্ধে। অভিযোগকারিণীর দাবি, অভিযুক্ত এতটাই প্রভাবশালী যে, ভয়ে তিনি নোয়াপাড়া থানার পরিবর্তে ব্যারাকপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। যুবতীর অভিযোগ, ২০২১-এ আলাপ হওয়ার পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করেন তৃণমূল কাউন্সিলর। বিয়ের জন্য চাপ দেওয়ায় গত ৮ জুন তাঁকে হুমকি দিয়ে সমস্ত মোবাইল মেসেজ ডিলিট করানো হয়।  অভিযোগকারিণীর দাবি, এরপর সোশাল মিডিয়ার মাধ্যমে তৃণমূল কাউন্সিলরের একাধিক সম্পর্কের কথা তিনি জানতে পারেন। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করেও সাড়া মেলেন। অভিযোগ ভিত্তিহীন, দাবি অভিযুক্তের পরিবারের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram