TMC News: পুলিশকে ধমক শাসক বিধায়কের, হুমকি অঞ্চল সভাপতিকেও

Continues below advertisement

Burdwan News: পুলিশকে নপুংশক বলছেন তৃণমূল বিধায়ক। টাইম লাইন বেঁধে দিয়ে অঞ্চল সভাপতি হুমকি দিচ্ছেন, চুড়ি পরিয়ে দেওয়ার। তৃণমূলের ব্যানার পোড়ানোকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে গোষ্ঠীদ্বন্দ্ব। আর তার জেরেই মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী ও তৃণমূলের ক্ষীরগ্রামের অঞ্চল সভাপতি মাসুদুর রহমান ওরফে মুকুলের হুমকির মুখে পড়তে হয় মঙ্গলকোট থানার কৈচর ফাঁড়ির IC-কে। হুমকি-হুঁশিয়ারির ভিডিও ভাইরাল। স্থানীয় সূত্রে খবর, ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবিরের আয়োজন ঘিরে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার ও মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরীর মধ্যে সংঘাত। তার জেরেই এই ঘটনা। প্রশাসনকে হুমকি দেওয়া যায় না, দলীয় বিধায়কের সমালোচনা জেলা পরিষদের সভাধিপতির। সমালোচনার মুখেও অনড় তৃণমূল বিধায়ক। 

 

 

এখনও বিচার মেলেনি আর জি কর কাণ্ডের । ধর্নার দিন আরও বাড়াতে চেয়ে কলকাতা পুলিশকে চিঠি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের । দাবিপূরণ না হওয়া পর্যন্ত ধর্না চালাতে চেয়ে কলকাতার সিপি-কে চিঠি  । পুলিশ অনুমতি না দেওয়ায় ফের হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত । 'সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর জন্য কেন NOC দেওয়া হচ্ছে না?' ।জানতে চেয়ে মুখ্যসচিবকে ইমেল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের  'এখনও কেন সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারল না CBI?' । জানতে চেয়ে CBI-এর ডিরেক্টরকে চিঠি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram