TMC News: বিজেপি আর মোদির অনুমতি নিয়ে আমি কর্মসূচি করব না : মুখ্যমন্ত্রী । Mamata Banerjee

ABP Ananda LIVE : বিজেপি ও নরেন্দ্র মোদির অনুমতি নিয়ে কোনও অনুষ্ঠান করব না, আমাদের অনেক জায়গা আছে। মেয়ো রোডে সেনাবাহিনী তৃণমূলের মঞ্চ খুলে দেওয়ার পর বললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। কাল রাজ্য়জুড়ে প্রতিবাদ কর্মসূচিরও ঘোষণা করেছেন তৃণমূলনেত্রী।ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খোলা নিয়ে তৈরি হল নাটকীয় পরিস্থিতি। সেখান থেকেই প্রধানমন্ত্রীকে তীব্র নিশানা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বললেন, 'বিজেপির অনুমতি নিয়ে আর মোদির অনুমতি নিয়ে আমি কর্মসূচি করব না। ওদের বরঞ্চ আমাদের জায়গায় করতে হবে। মোদিরও তাহলে আমাদের সরকারের থেকে অনুমতি নেওয়া উচিত। যখন তিনি কলকাতায় আসেন বা পশ্চিমবঙ্গে আসেন, তিনি কি আমাদের থেকে অনুমতি নেন?'এদিন এজেন্সি ইস্যুতেও একহাত নেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেন, 'সব এজেন্সিকে সরকারের ললিপপ করে দিয়েছে। সেনাবাহিনীটা বাকি ছিল। ভেবেছিলাম সেনাবাহিনীটা পারবে না। সেনাবাহিনীকেও যদি অপব্য়বহার করে এভাবে, তাহলে নিরপেক্ষতা কোথায় থাকবে? ভোট আসলেই তার ছয়, সাত মাস আগেই বদনাম করার জন্য় এজেন্সি পাঠিয়ে দেয়।' পাল্টা জবাব দিয়েছে বিজেপি। এদিন প্রতিবাদস্থল মেয়ো রোড থেকে ডোরিনা ক্রসিং-এ স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন তৃণমূলনেত্রী। জানিয়ে দেন এবার থেকে আর শুধুমাত্র শনি ও রবিবার নয়, প্রতিদিন এই প্রতিবাদ কর্মসূচি চলবে ।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola