TMC News: ভোটের আগেই পুলিশ ও প্রশাসনিক পদে রদবদল। রাজ্য-কমিশন সংঘাত চরমে।
ABP Ananda LIVE : এর আগেও বিধানসভা ও লোকসভা ভোটের সময় নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য়ের সংঘাতের নজির রয়েছে। ২০১৪, ২০১৯ কিংবা ২০২৪-লোকসভা নির্বাচন। এমনকী ২০১৬-র বিধানসভা ভোটও। বড়বড় প্রায় সব ভোটের আগেই পুলিশ ও প্রশাসনিক পদে রদবদল নিয়ে রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের সংঘাত বেধেছে। যেমন - ২০১৪ সালে হুমায়ুন কবীরকে মুর্শিদাবাদের পুলিশ সুপারের পদ থেকে, ২০১৬ সালে রাজীব কুমারকে কলকাতা পুলিশের CP-র পদ থেকে সরিয়েছিল নির্বাচন কমিশন। আবার ভোট মিটলে সপদেই তাঁদের ফিরিয়েছিল রাজ্য সরকার। এই নিয়ে নির্বাচন কমিশনকে হুঁশিয়ারিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন - "কমিশনের নির্দেশ মানব না৷ এসপি-ডিএমদের সরাব না। ভোটের আগে অনেকে ধমকাবে, চমকাবে... ভয় পাবেন না... কমিশন, বাহিনী আসবে... ওরা অতিথি... ভোট শেষ হলে চলে যাবে... আমাদেরই দেখতে হবে"
Tags :
West Bengal CM Mamata Banerjee Election Commission CM Mamata Banerjee MAMATA BANERJEE Election Commission