TMC News: ভোটের আগেই পুলিশ ও প্রশাসনিক পদে রদবদল। রাজ্য-কমিশন সংঘাত চরমে।

ABP Ananda LIVE : এর আগেও বিধানসভা ও লোকসভা ভোটের সময় নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য়ের সংঘাতের নজির রয়েছে। ২০১৪, ২০১৯ কিংবা ২০২৪-লোকসভা নির্বাচন। এমনকী ২০১৬-র বিধানসভা ভোটও। বড়বড় প্রায় সব ভোটের আগেই পুলিশ ও প্রশাসনিক পদে রদবদল নিয়ে রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের সংঘাত বেধেছে। যেমন - ২০১৪ সালে হুমায়ুন কবীরকে মুর্শিদাবাদের পুলিশ সুপারের পদ থেকে, ২০১৬ সালে রাজীব কুমারকে কলকাতা পুলিশের CP-র পদ থেকে সরিয়েছিল নির্বাচন কমিশন। আবার ভোট মিটলে সপদেই তাঁদের ফিরিয়েছিল রাজ্য সরকার। এই নিয়ে নির্বাচন কমিশনকে হুঁশিয়ারিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন - "কমিশনের নির্দেশ মানব না৷ এসপি-ডিএমদের সরাব না। ভোটের আগে অনেকে ধমকাবে, চমকাবে... ভয় পাবেন না... কমিশন, বাহিনী আসবে... ওরা অতিথি... ভোট শেষ হলে চলে যাবে... আমাদেরই দেখতে হবে"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola