Arup Chakraborty : 'মমতাদির পরে অভিষেক, দ্বিমত নেই', মন্তব্য তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তীর

Continues below advertisement

ABP Ananda LIVE : পদ হারিয়ে দলের ওপর অভিমানী অরূপ চক্রবর্তী। পদ হারালেন অরূপ, কী বলছেন তিনি? পদ হারিয়ে অভিমানী অরূপ। বলছেন, 'কী কারণে পদ হারালাম, জানলে ভাল হয়। দলের কঠিন সময়ে দলকে ডিফেন্ড করেছি।' 'মমতাদির পরে অভিষেক, দ্বিমত নেই', মন্তব্য তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তীর। 

সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। জামাত থেকে পুলিশ-হিন্দুদের উপর সাঁড়াশি আক্রমণ। মিছিল শুরুর আগেই ধরপাকড়। অসহায়দের জন্য সহায়, নীরন্নদের জন্য অন্ন। দুর্গতের পাশে থাকা সন্ন্যাসীর বিরুদ্ধেই বাংলাদেশে রাষ্ট্রদ্রোহের মামলা! ইসকনকেও নিষিদ্ধ করার দাবি কট্টরপন্থীদের। চট্টগ্রাম থেকে কুমিল্লা....ইসকনের সন্ন্যাসীর গ্রেফতারির পর বাংলাদেশে হিনদুর উপর হামলা। সন্ন্যাসীর গ্রেফতারি থেকে হিনদুদের ওপর হামলা। হিনদুদের নিরাপত্তা নিশ্চিত করুক ঢাকা। চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে উদ্বেগপ্রকাশ করে কড়া বিবৃতি বিদেশমন্ত্রকের। বাংলাদেশে গ্রেফতার সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। মুক্তির দাবিতে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান বিজেপির। বাংলাদেশ নিয়ে কেন নীরব মুখ্যমন্ত্রী? প্রশ্ন বিজেপির। তৃণমূলনেত্রীর দ্বিচারিতা, খোঁচা কংগ্রেসের। আন্তর্জাতিক ইস্যু, কেন্দ্রের অবস্থানকেই সমর্থন করবে তৃণমূল, বললেন অভিষেক। বেলাগাম হুমায়ুন কবীর। ভরতপুরের বিধায়ককে শোকজ তৃণমূলের। ৩ দিনের মধ্যে জবাব তলব। মুখপাত্রের পদ হারিয়ে এবার দলের উপর অভিমানী অরূপ চক্রবর্তী। হুমায়ুনের সুরেই অভিষেকের হয়ে ব্যটিং সরকারি কাজে গিয়েই বাধার মুখে পুর কর্মীরা। তৃণমূল কাউন্সিলরারের বিরুদ্ধে কী পদক্ষেপ? অর্পিতার মুক্তির পরে জামিন পেতে মরিয়া পার্থ। দু-জনের মধ্যে কোনও সম্পর্কই নেই! দাবি পার্থর আইনজীবীর। প্রভাবশালী মন্ত্রী ছিলেন, ঘুষের টাকা কেউ বাড়িতে রাখে না, মন্তব্য বিচারপতির। পার্থর জামিন-শুনানিতে সুপ্রিম কোর্টে কড়া প্রশ্নের মুখে ইডি। আপানাদের সাজা ঘোষণার হার কত? খুব খারাপ, মন্তব্য বিচারপতির। সোমবার ফের শুনানি, থাকতে হবে সিবিআইকে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram